০৭ ডিসেম্বর-০৭
ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের জন্য ইমামদের মাধ্যমে ত্রাণের চেক বিতরন।
মসজিদ মিশন
বাংলাদেশ মসজিদ মিশন আজ জুমায়াবার (০৭/১২/০৭) বিকাল ৩টায় ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ লোকদের জন্যে ইমামদের মাধ্যমে ত্রাণ ও পুর্নবাসনের জন্যে নগদ চেক প্রদান করেন। অনুষ্ঠানে চেক প্রদান করেন মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ, অর্থ সম্পাদক নরুল ইসলাম মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ একরামুল হক। উল্লেখ্য ইতোমধ্যে দুর্গত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের জন্যে মসজিদ মিশন দক্ষিনাঞ্চলের বরগুনা, পাথারঘাটা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, শরনখোলা, মোড়েলগঞ্জ, আমতলী এলাকায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালায়। বর্তমানে দায়িত্বশীল ইমামদের মাধ্যমে ৫০টি রিকসা ভ্যান, ২০০০ কম্বল, ৩০০০ শাড়ি লুংগি বিতরনের ব্যবস্থা করবে।