০৭ ডিসেম্বর-০৭
দক্ষিনাঞ্চালীয় দুর্গতদের পুর্নবাসনে এগিয়ে আসার আহবান।
মসজিদ মিশন
আজ জুমায়াবার (০৭/১২/০৭) বিকাল ৩টায় বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, সিডরে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে মসজিদ মিশন অতীতের ন্যায় সার্বক্ষনিক কাজ করে যাবে। বর্তমানে তাদের শুধু ত্রাণই যথেষ্ট নয়, এমুহুর্ত থেকে জরুরী প্রয়োজন পুর্নবাসন। মসজিদ মিশন আল্লাহতায়ালার খাস রহমতে সীমিত সামর্থ নিয়ে ত্রাণের পাশাপাশি পুর্নবাসনের জন্যে কর্মসূচি নেয়া জরুরী মনে করছে। বৈঠকে উল্লেখ করা হয় ঘুর্নিঝড় সিডর এর আঘাতে বিধ্বস্ত, লন্ড-ভন্ড দেশের বিরাট অংশ। দুর্গত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের জন্যে বাংলাদেশ মসজিদ মিশন ইতিমধ্যেই দক্ষিনাঞ্চলের বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, শরনখোলা, রায়েন্দা, মোড়েলগঞ্জ, খোন্তাকাটা, আমতলী, খুলনার কয়রা, উত্তরচক, বেদকাশী, বোগরা, পাইকগাছা এলাকায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে এসেছে। দক্ষিনাঞ্চলের দুর্গত অসহায় মানুষের জন্য মসজিদ মিশন বাগেরহাট, শরনখোলা ও বরগুনা, পিরোজপুর, ভান্ডারিয়া, পটুয়াখালী, মঠবাড়িয়া, পাথরঘাটায় দায়িত্বশীল ইমামদের মাধ্যমে ৫০টি রিকসা-ভ্যান প্রায় ২০০০ পরিবারের জন্য কম্বল, ৩০০০ হাজার পরিবারের জন্য খাদ্যদ্রব্য ও শাড়ী-লুংগী বিতরনের ব্যবস্থা করেছে। বক্তব্য রাখেন- সহসভাপতি অধ্যাপক সাদুল্লাহ, জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ, অর্থ-সম্পাদক নুরুল ইসলাম মল্লিক, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ একরামুল হক, সদস্য ড: হাসান মঈনুদ্দীন, আলহাজ্জ শামসুদ্দীন আহমাদ, মাওলানা ফখরুদ্দীন, মাওলানা শাহজালাল শরীফ, গোপালগঞ্জ সভাপতি মাওলানা এমদাদুল হক, মহানগরী সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসাইন, মুফতি মাসুদুর রহমান।
বাংলাদেশ মসজিদ মিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে সুপারিশ করছে, দুর্গত-ক্ষতিগ্রস্থ এলাকায় যে সমস্ত মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে তা যেন অতি দ্রুত সংস্কার ও পূনস্থাপনের ব্যবস্থা করা হয় এবং দুর্গত এলাকায় ইয়াতিমদেরকে বিভিন্ন বিধর্মী এন.জি.ও ধর্মান্তর করার ষড়যন্ত্র করছে। তাই কোন ইয়াতিমকে যেন এন.জি.ও রা না নিতে পারে সে ব্যাপারে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়। সরকারের পাশাপাশি আমরা ইসলামী সংস্থা সমূহ ইয়াতিমদের লালন-পালন ও পূর্নবাসনের সার্বিক ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
অপর এক বিবৃতিতে মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী সমাজের বিত্তশালীদেরকে পুর্নবাসনের জন্যে সাহায্যের অনুরোধ করেেেছন। মিশনের ত্রান তহবিলে অর্থ দান করলে তা আমরা যথাযথ স্থানে পৌছানোর জন্যে চেষ্টা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।
সাহায্য পাঠানোর ঠিকানা- বাংলাদেশ মসজিদ মিশন, হিসেব নং ৮৫/৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।