০৬ ডিসেম্বর-০৭
দক্ষিনাঞ্চালীয় দুর্গতদের পুর্নবাসনে এগিয়ে আসার আহবান।
মসজিদ মিশন
ঘুর্নিঝড় সিডর এর আঘাতে বিধ্বস্ত, লন্ড-ভন্ড দেশের বিরাট অংশ। দুর্গত অসহায় মানুষের দুর্ভোগ লাঘবের জন্যে বাংলাদেশ মসজিদ মিশন ইতিমধ্যেই দক্ষিনাঞ্চলের বরগুনা, পাথরঘাটা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাট, শরনখোলা, রায়েন্দা, মোড়েলগঞ্জ, খোন্তাকাটা, আমতলী, খুলনার কয়রা, উত্তরচক, বেদকাশী, বোগরা, পাইকগাছা এলাকায় ব্যাপক ত্রাণ তৎপরতা চালিয়ে এসেছে। বর্তমানে তাদের ত্রাণ পাওয়া যথেষ্ট নয়, এমুহুর্ত থেকে জরুরী প্রয়োজন পুর্নবাসন। মসজিদ মিশন আল্লাহতায়ালার খাস রহমতে সীমিত সামর্থ নিয়ে ত্রাণের পাশাপাশি পুর্নবাসনের জন্যে কর্মসূচি নেয়া জরুরী মনে করছে। মিশনের পরিকল্পনা ও কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আগামী কাল ৭ ডিসেম্বর, বিকেল ৪টায় কেন্দ্রীয় কমিটির জরুরী বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। অপর এক বিবৃতিতে মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী সমাজের বিত্তশালীদেরকে পুর্নবাসনের জন্যে সাহায্যের অনুরোধ করেেেছন। মিশনের ত্রান তহবিলে অর্থ দান করলে তা আমরা যথাযথ স্থানে পৌছানোর জন্যে চেষ্টা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।
সাহায্য পাঠানোর ঠিকানা- বাংলাদেশ মসজিদ মিশন, হিসেব নং ৮৫/৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।