১৯ জানুয়ারী-০৮
বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিমদেশ। ভৌগলিক দিক থেকে এর চারিপাশে অমুসলিম দেশ অবস্থিত। এদেশের মুসলমানগন ধর্মপ্রান। ধর্মের জন্য জীবন দিতেও তারা কুন্ঠাবোধ করেননা। সাম্প্রদায়িক সম্প্রীতির এইদেশে দীর্ঘদিন মুসলিম শাসন চললেও অমুসলিমগন কখনো এর বিরোধিতা করেননি বরং ইসলাম এবং ইসলামী শাসনকেই তারা নিরপদ মনে করেছেন। সাম্পতিককালে কিছু মসলিম নামধারী মুনাফিক সেই দেশ এবং ইসলামকে নিয়েই নানামুথী ষড়যন্ত্র শুরু করেছে। তারই ধারাবাহিকতায় গতকাল সকাল ১০টায় খুলনায় খুলনার কতিপয় মুক্তিযোদ্ধাদের সাথে সেক্টর কমান্ডারদের এক মতবিনিময় সভায় এ অযৌক্তিক ও অমার্জনীয় দাবী তোলা হয় যে, বাংলাদেশের সংবিধান থেকে “ইসলাম একমাত্র রাষ্ট্রধর্ম” এই কথা বাদ দিতে হবে। যা কিনা বাংলার ১৩ কোটি জনতার হৃদয়ে অঘাত হানার শামিল এবং গোটাবিশ্বে ২য় বৃহত্তম মুসলিমদেশ হিসেবে বাংলাদেশর ভাব-মর্যাদাকে কলংকিত করবে। “ইসলাম একমাত্র রাষ্ট্রধর্ম” একথাটি যারা সংবিধানের আওতাভুক্ত করে বাংলাদেশর ভাব-মুর্তিকে বিশ্বের বুকে উজ্জল করে তুলেছিলেন তাদের যারা আজ বেঁচে নাই একথার দ্বারা তাদের বিদেহী অত্মাতে কষ্ট দেয়া হয়েছে। আর যাঁরা এখন ও বেঁচে আচেন তাদেরকে অপমানিত করা হয়েছে। তাই বাংলাদেশ মসজিদ মিশনের পক্ষ থেকে ইসলাম বিরোধী এই ষড়যন্ত্রকারীদের ভয়ংকর ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল ধর্মপ্রান মুসলমাদেরকে রুথে দাড়াঁনোর জন্য উদাত্ত আহবান জানানো হয়েছে।
২৭ জানুয়ারী-০৮
দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইমামসাহেবদের বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
মসজিদ মিশন
ইমাম সাহেবগন সমাজের নেতা, বাংলাদেশে প্রায় ৩ লক্ষ মসজিদ আছে। ইমামরাই নিজ নিজ মসজিদ গুলোকে মসজিদে নববীর আলোকে সমাজ নির্মান ও দুনীতি মুক্ত সমাজ গঠনে বলিষ্ঠ ভুমিকা পালন করতে পারে। গত ২৪, ২৫ জানুয়ারী ২দিন ব্যাপী মসজিদ মিশন সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার উদ্যেগে ৬ টি ইউনিয়নের (কৈখালী, ইশ্বরীপুর, রমজাননগর, শ্যামনগর সদর, কাশীমাড়ী, আটুলিয়া) প্রায় ৭০০ জন খতীব ও ইমামদের নিয়ে “ছবিযুক্ত ভোটার তালিকা প্রনয়নে ইমামদের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওঃ আঃ রাজ্জাক, বক্তব্য রাখেন বর্ষীয়ান আলেমে দ্বীন মাওলানা এস,এম ইমদাদুল হক, পীরে কামেল হযরত মাওলানা নেছার উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান মাওঃ আবদুল বারী, মসজিদ মিশন সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আবদুল বারী, অধ্যাপক আবদুল জলিল, মাওঃ আমিনুর রহমান, মাওঃ মমজুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, বর্তমান নির্দলীয়, নিরপেক্ষ কেয়ারটেকার সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে নিভূল ভোটার তালিকা প্রনয়নে যে কার্যক্রম চালাচ্ছে তাতে মসজিদের ইমাম সাহেবগন সার্বিক সহযোগিতা করবেন। সবাইকে ভোটার হওয়ার জন্যে উদ্ভূদ্ধ করতে এবং মসজিদ এলাকার কোন ব্যক্তি ভোটার তালিকা থেকে বাদ না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে। দুর্নীতি, ঘুষ, সুদ, অন্যায় ও কলুষমুক্ত সমাজ গড়তে ইমামদেরকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে দায়ী ইলাল্লাহর কাজে আতœনিয়োগ করতে হবে।