২১ নভেম্বর-০৭
মসজিদ মিশনের ত্রান বিতরন
বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে দেশের দক্ষিণাঞ্চালে দুর্গতদের মাঝে ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে। আজ মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী এর নেতৃত্বে একটি টীম বাগেরহাট, শরনখোলা, রায়েন্দা, মোড়েলগঞ্জ এলাকায় প্রায় ১০০০ পরিবারের মধ্যে জরুরী ভিত্তিতে শাড়ী, লুঙ্গী, খাবার স্যালাইন, ঔষধ বিতরন করেছেন।
মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী বলেন- দক্ষিনাঞ্চালের বির্স্তীন এলাকা জুড়ে লাশের গন্ধ। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ, পরনের কাপড় এবং আশ্রয়ের অভাব তীব্র আকার ধারন করেছে। বনী আদমের আহাজারীতে আল্লাহর আরশ কেপে উঠছে। এমতাবস্থায় সরকারের পাশাপাশি এনজিও গুলো মানবিক কারনে তাদের পাশে দাড়িয়েছে এটা নিঃসন্দেহে মানবিক ব্যাপার। তবে প্রয়োজনের তুলনায় ইহা নেহায়েত কম।
তিনি আরো বলেন- এটা আল্লাহ তায়ালার পক্ষ থেকে একটি মহা পরীক্ষা। এ পরীক্ষা থেকে পরিত্রান পাওয়ার জন্য আল্লাহর কাছে খাস দিলে তওবা করতে হবে এবং ধৈর্য্য সহকারে আল্লাহর সাহায্য চাইতে হবে। আগামীকাল ও পরশু বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও কয়রায় মিশনের ত্রান তৎপরতা অব্যাহত থাকবে।
অপর এক বিবৃতিতে মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী বলেন- দেশের সকল স্তরের নির্বিশেষে সকল ইমানদার মুসলমান বিত্তশালীদের নিকট অনুরোধ আসুন আক্রান্ত সকল ভাইদের পাশে নিজেদের শক্তি সামর্থ নিয়ে দাড়াই। মিশনের ত্রান তহবিলে অর্থ দান করলে তা আমরা যথাযথ স্থানে পৌছানোর জন্যে চেষ্টা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।
সম্মানিত ইমাম/খতীব সাহেবান! আগামী জুময়াবার সর্বস্তরের মুসল্লিদের নিয়ে মসজিদে মসজিদে দোয়ার ব্যাবস্থা করুন এবং সামর্থবানদেরকে দুর্গদের জন্য সাহায্যের আবেদন করুন।