০৯ নভেম্বর-০৭
বাংলাদেশ মসজিদ মিশন উদ্দ্যোগে হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত
বাংলাদেশ মসজিদ মিশনের উদ্দ্যোগে প্রতি বছরের ন্যায় আজ ৯ নভেম্বর, রোজ জু’ময়াবার কেন্দ্রীয় মসজিদ কাটাবন হল রুমে দিনব্যাপী হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন। অনুষ্ঠানে হজ্জের মাসয়ালা মাসায়েল, আহকাম ও বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দান করেন জাতীয় শরীয়া কাউন্সিলের সেক্রেটারী জেনারেল মুফতী সাঈদ আহমদ মুজাদ্দেদী, মিশনের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন খান, জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ, কাটাবন মসজিদের খতীব মাওলানা রফিকুর রহমান আলমাদানী, মগবাজার চৌরাস্তা মসজিদের খতীব মাওলানা রুহুল আমীন, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নিজামী, আইম্মা পরিষদের সভাপতি মাওলানা মহিউদ্দীন রাব্বানী, বিশিষ্ট আলেমে দীন হযরত মাওলানা আশিকুর রহমান, মাওলানা মোশাররফ হোসাইন, সহ অন্যান্য আলেমে দীন।
অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন তার মূল্যবান বক্তব্য বলেন- হাজীগন মহান আল্লাহর মেহমান। বাংলাদেশ মসজিদ মিশন প্রতি বছরের ন্যায় এবারও হাজীদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। তিনি বলেন, আর্থিক ও কায়িক কোরবানীর দৃষ্টান্ত হজ্ব। তবে হজ্ব আদায়ে আল্লাহর নির্দেশনা ও রাসুল (সা:) প্রদর্শিত প্রক্রিয়াকে অনুসরন করতে হবে, তবেই হজ্বে মাবরুর তথা কবুল হজ্জ লাভ হবে। তিনি প্রশিক্ষনার্থীদের হজ্ব সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ন দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুল (সা) কে আমাদের আদর্শ হিসেবে গ্রহন করতে হবে।
সমাপনী অনুষ্ঠানে জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের খতীব মরহুম মাওলানা উবায়দুল হকের জন্যে দোয়ার মাহফিল হয়। দোয়ার মাহফিলে মিশনের সভাপতি বলেন, আজ দেশ ও জাতির সংকটময় মূর্হত্বে খতীব উবায়দুল হকের মত সাহসী, জ্ঞানী, বিচক্ষন, একনিষ্ঠ ও দ্বীনের ব্যাখ্যা প্রদানে আপোষহীন ব্যক্তির খুবই প্রয়োজন। পরিশেষে সবাই তার আত্মার মাগফিরাত কামনা করেন।