৩০ জানুয়ারী-০৮
শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।
মসজিদ মিশন
বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি অধ্যক্ষ মাওঃ যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী মাওঃ খলিলুর রহমান মাদানী এক যৌথ বিবৃতিতে বলেন- হাড়কাপাঁনো শীতে দেশের বৃহত্তর জনগোষ্ঠী সীমাহীন কষ্টভোগ করছে। সহায়-সম্বলহীন শীতার্ত মানুষের পাশে দাড়ানো সকলের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ মসজিদ মিশন অতীতের ন্যায় অসহায় মানুষের সহায্যে এগিয়ে আসার জন্য বিত্তবানদের প্রতি অনুরোধ জানাচ্ছে। মসজিদ মিশনের স্থানীয় দায়িত্বশীলগন মসজিদে মসজিদে ঘোষনা দিয়ে সর্বস্তরের মুসল্লিদেরকে শীতবস্ত্র প্রদানের জন্য উৎসাহিত করে সংগৃহীত সামগ্রী দরিদ্র মানুষের মাঝে বন্টনের ব্যবস্থা করবেন। হাদীস শরীফে বলা হয়েছে “যিনি মানব কল্যানে কাজ করেন তিনিই সবচেয়ে ভালো মানুষ” আপনার দান হতে পারে শীতার্ত- ক্লীষ্ট মানুষের পরনের বস্ত্র শীতের পোষাক। মসজিদ মিশন সারাদেশে শীতবস্ত্র বিতরনের অংশ হিসেবে গতকাল ও আজ রংপুর, বদরগঞ্জ, তারাগঞ্জ, গাইবান্ধা সদর এবং দিনাজপুর সদরে শীতার্তদের মাঝে ৩০০ কম্বল বিতরন করা হয়েছে।
সাহায্য পাঠানোর ঠিকানা- বাংলাদেশ মসজিদ মিশন, হিসাব নং ৮৫/৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।.