১৬-১১-২০০৯
সন্ত্রাসমুক্ত সমাজগঠনের লক্ষ্যে ইমাম ও খতীবদেরকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহবান।
বাংলাদেশ মসজিদ মিশন
মসজিদ গুলোকে আল কুরআনের সঠিক নির্দেশনা জারীর কেন্দ্ররুপে গঠন করা, সমাজ উন্নয়ন, আর্থ সামাজিক সকল কর্মকান্ডে সঠিক ভূমিকা পালন করে বাংলাদেশের সকল মসজিদকে মসজিদে নব্বীর আদর্শে হেদায়াতে জারীর প্রতিষ্ঠান রুপে গড়ে তুলে মসজিদ কেন্দ্রীক সমাজ ব্যবস্থা কায়েমের চেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তোষ্টি অর্জন করতে হবে। কুমিল্লা শহর শাখা মসজিদ মিশনের প্রতিনিধি সমাবেশে উপরিউক্ত আহবান জানান মিশনের জেনারেল সেক্রেটারী ড. মাওলানা খলিলুর রহমান আলমাদানী।
প্রতিনিধি সমাবেশে সভাপতিত্ব করেন- মাওলানা মুস্তাফিজুর রহমান। নবাব বাড়ী জামে মসজিদে প্রতিনিধি সমাবেশে আরো বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল আলীম, মাওলানা আবরার আহমাদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা আব্দুর রব, মাওলানা মোসলেহ উদ্দীন, মাওলানা রাশেদ আহমাদ, মাওলানা অধ্যাপক সাখাওয়াত উল্লাহ, মাওলানা তৌহিদ আহমদ, মাওলানা সানাউল্লাহ, মাওলানা আব্দুল হক পাটওয়ারী প্রমুখ।
মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানী আরো বলেন- মসজিদের দেশ বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠা খুবই জরুরী। কারণ দেশে যেভাবে সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে এতে দেশে অশান্তি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এ সন্ত্রাস বন্ধের জন্য দেশে ২ লক্ষের অধিক মসজিদের ইমাম ও খতীবদেরকে ইসলামের সঠিক রূপ তুলে ধরতে হবে। তিনি সকল আইম্মায়ে মাসাজিদ ও খুতাবায়ে কেরামদেরকে সকল মত পার্থক্য ভূলে ঐক্যবদ্ধ হয়ে নতুন জাহেলিয়াতের মোকাবিলা করার আহবান জানান।
বিকেলে শহর শাখার উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্টিত হয়। সুধীদের উদ্দেশ্যে মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী ড. মাওলানা খলিলুর রহমান আল মাদানী মসজিদ মিশনকে কাছে থেকে জানার এবং সাবির্ক সহযোগীতার আহবান জানান। তিনি সময় সময় মিশনের দায়িত্বশীলদেরকে সুপরামর্শ দিয়ে মিশনের কাজকে এগিয়ে নেওয়ার ও আহবান জানান।