২৪শে ডিসেম্বর, শনিবার-20০৫
মসজিদ মিশনের জাতীয় কাউন্সিল সম্পন্ন
৩ বছরের জন্য নতুন কমিটি গঠন
আজ সকাল ৯টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মসজিদ মিশনের কাউন্সিল অধিবেশন ও “ইসলামের দৃষ্টিতে সন্ত্রাসঃ আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্প মন্ত্রী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী । দেশবরেন্য উলামায়ে কেরাম ও মসজিদ মিশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার মূল্যবান বক্ত্যেবে বলেন- যুগে যুগে নবী রাসূলগণ শান্তিপূর্নভাবে মানুষের কাছে ইসলামের দাওয়াত উপস্থাপন করেছেন। ইসলামের দাওয়াত দিতে গিয়ে তারা শত জুলুম নির্যাতনের মুখেও কোন সন্ত্রাসী কার্যক্রমের অনুমোদন দেননি। কোন সন্ত্রাসের সাথে ইসলামের কোনরকম সম্পর্ক নেই। ইসলামের চিহিৃত দুশমনরাই বোমাবজ ও জঙ্গীবাদর সাথে রয়েছে। নবীগণ শান্তিপূর্ণ উপস্থাপনের মাধ্যমেই ইসলামের দাওয়াত দিয়েছে। হযরত মুহাম্মাদ (সাঃ) মক্কায় ১৩ বছর ইসলামের দাওয়াত দিয়েছেন। চরম জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সাথীদের প্রতিশোধ নেয়ার অনুমতি দেননি। মক্কায় ১৩ বছর ইসলামের দাওয়াত কার্যক্রমের পর মদীনাবাসীর স্বতঃস্ফর্ত সমর্থনের ভিত্তিতে রাসূলের নেতৃত্বেই মদীনায় ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে। এটাই হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার সুন্নত তরীকা।
কাউন্সিল অধিবেশনে আগামী তিন বছরের জন্য জন্য অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন সভাপতি ও মুহাম্মাদ খলিলুর রহমান আল-মাদানী জেনারেল সেক্রেটারী পদে পূর্ন নির্বাচিত হন। সভাপতি, জেনারেল সেক্রেটারীর সাথে পরামর্শ ক্রমে মোট ১৯ সদস্য বিশিষ্টি কমিটি গঠিত হয়। অন্যান্য সদস্য বৃন্দ হলেন- সহ- সভাপতি পদে তিনজন যথাক্রমে- অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, মাওলানা মোফাজ্জল হোসাইন খান, অধ্যাপক মাওলানা সাদুল্লাহ, যুগ্ম- সম্পাদক পদে তিনজন যথাক্রমে- মাওঃ আহমদুল্লাহ, মাওঃ মাহ্বুবুর রহমান, মাওলানা শাহ জালাল শরীফ, সাংগঠনিক সম্পাদক- মাওলানা আ.ন.ম রশীদ আহম্মদ, অর্থ সম্পাদক- নুরুল ইসলাম মল্লিক, শিক্ষা সম্পাদক- মাওঃ আব্দুল মান্নান, সমাজকল্যান সম্পাদক- আলহাজ্ব একরামুল হক, প্রচার সম্পাদক- আলহাজ্জ শামসুদ্দীন আহমদ কার্যকরী সদস্য পদে ছয়জন যথাক্রমে- অধ্যক্ষ মুহাম্মদ আব্দুর রব, অধ্যক্ষ মাওলানা আবু তাহের, প্রফেসর মানসুরুর রহমান, ড: হাসান মোহাম্মাদ মঈনুদ্দিন, মাওলানা কুতুবুদ্দীন, মাওলান ফখরুদ্দীন।