২৫ নভেম্বর-০৭
দুর্গতদের সাহায্য করা ঈামানী ও নৈতিক দায়িত্ব।
মসজিদ মিশন
বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যোগে দুর্গত এলাকা মোড়েলগঞ্জ, শরনখোলা, খোন্তাকাটা, রায়েন্দা, আমতলী, কয়রা, পাইকগাছা, বেদকাশী, গোবরাসহ বিভিন্ন এলাকায় ত্রান তৎপরতা অব্যাহত রয়েছে। মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানীর নেতৃত্বে উপরোক্ত এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে শাড়ী, লুঙ্গী, শুকনা খাবার, স্যালাইন ইত্যাদি বিতরন করা হয়েছে।
বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী বলেন- দুর্গত ও দুর্দশাগ্রস্থদের সাহায্যে নিরলসভাবে কাজ করা ঈমানী ও নৈতিক দায়িত্ব। দলমত নির্বিশেষে সকলকে এ কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহ তায়ালার পক্ষ থেকে যে পরীক্ষা আমাদের উপর এসেছে তা থেকে আমাদেরকে ধৈর্য্যসহকারে আল্লাহর সাহায্য চাইতে হবে। আর আমরা যারা আক্রান্ত হয়নি তাদেরকে দুর্গতদের পাশে- দুর্দশাগ্রস্থদের সাহায্যে আন্তারিকভাবে কাজ করতে হবে। এ সমস্ত এলাকায় ত্রাণ বিতরন কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মিশনের খুলনা মহানগরী সভাপতি অধ্যক্ষ মাওলানা রহমাতুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আবদুল কুদ্দুস, খুলনা দক্ষিন জেলা সভাপতি মাওলানা গোলামুল্লাহ, অধ্যক্ষ মাওলানা আবু মুনসুর, অধ্যাপক নুরুজ্জামান, বাগেরহাট জেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, মুফতি মাসুদুর রহমান প্রমুখ।
অপর এক বিবৃতিতে মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আলমাদানী বলেন- দেশের সকল স্তরের নির্বিশেষে সকল ইমানদার মুসলমান বিত্তশালীদের নিকট অনুরোধ আসুন আক্রান্ত সকল ভাইদের পাশে নিজেদের শক্তি সামর্থ নিয়ে দাড়াই। মিশনের ত্রান তহবিলে অর্থ দান করলে তা আমরা যথাযথ স্থানে পৌছানোর জন্যে চেষ্টা অব্যহত রাখবো ইনশাআল্লাহ।
সাহায্য পাঠানোর ঠিকানা- বাংলাদেশ মসজিদ মিশন, হিসেব নং ৮৫/৩, ইসলামী ব্যাংক বাংলাদেশ, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।