৯ই ডিসেম্বর, জুমায়াবার-20০৫
অদ্য বাদ জুমুয়া বাংলাদেশ মসজিদ মিশনের উদ্যেগে সারাদেশ ব্যাপী বোমা আতংক, তথাকথিত জংগীবাদের আত্মঘাতী বোমা হামলার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় মসজিদ কাটাবন থেকে শুরু হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব প্রদান করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আল-মাদানী জয়েন্ট সেক্রেটারীদ্বয় মাওঃ আহমাদুল্লাহ,মাওঃ মাহবুর রহমান, আলহাজ্ব একরামুল হক, আলহাজ্ব শামসুদ্দীন আহমদ, সালেহ আহমদসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।
মিছিল পুর্ব সমাবেশে বক্তব্যে মিশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন- ইসলাম কোন সন্ত্রাসী বোমাবাজদের স্থান নেই। বোমা হামলা করে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। কাউকে হত্যা করা ইসলামে হারাম। তারা ইসলামী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনকে ধ্বংস করার উদ্দেশ্যে বোমা হামলা করছে। এরা বিভ্রান্ত এবং ইসলামের বিরোধীদের ক্রিড়নক, এরা দেশ গণতন্ত্র ও ইসলামের দুশমন। দলমতের উর্দ্ধে উঠে এদেরকে প্রতিহত করতে হবে। সকল ¯তরের জনগণকে সাথে নিয়ে বোমাবাজদের নির্মূল করতে তিনি সরকার যেন সার্বিক প্রচেষ্ঠা চালাতে এ ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা নেয়ার উদাত্ত আহবান জানান।
অপরদিকে মসজিদ মিশন হলরুমে সকাল ৯টা থেকে এতে হজ্জের বিভিন্ন মাসয়ালা মাসায়েল নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওঃ যাইনুল আবেদীন, জেনারেল সেক্রেটারী মাওঃ খলিলুর রহমান আলমাদানী, সিনিয়র জয়েন্ট সেক্রেটারী মাওঃ আহমাদুল্লাহ, জয়েন্ট সেক্রেটারী মাওঃ মাহবুর রহমান, কাটাবন মসজিদের খতিব মাওঃ রফিকুর রহমান আল মাদানী, মাওঃ মাসউদুর রহমানসহ ওলামায়ে কেরাম।