১৭ ফেব্র“য়ারী’ ০৯
“যশোরে ভাষাদিবসের আালোচনা সভা ও ইমাম সমাবেশ”
মাতৃভাষার উৎকর্ষ সাধনে ইমাম ও আলেম সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে।-ড. মাওলানা খলিলুর রহমান মাদানী
মাতৃভাষা বাংলাভাষা আল্লাহ তায়ালার সেরা দান। সকল ভাষাই আল্লাহ তায়ালার সৃষ্টি। মানুষের ভাব প্রকাশের এই বিশেষত্ব সকল সৃষ্টির উপর এ জাতিকে শ্রেষ্ঠত্ব দান করেছে। তাই স্বদেশীয় ভাষায় নিজেদের ঈমান-আক্বীদার লালন এবং ঐতিহ্যের সংরক্ষনে আলেম সমাজকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারী ড. খলিলুর রহমান আলমাদানী আজ মিশনের যশোর জেলার উদ্যোগে অনুষ্ঠিত আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আলোচনা সভা ও ইমাম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যশোর শাহী মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে যশোর জেলা মিশন সভাপতি মাওলানা এ.টি.এম শোয়াইবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষিবিদ আব্দুস সাত্তার, আবদুল হামিদ মৃধা, অধ্যাপক তোহুর আহমদ হেলালী, অধ্যাপক ফকরুদ্দীন, অধ্যাপক শহীদুল ইসলাম প্রমুখ।
ড. মাদানী আরো বলেন- সকল নবী রাসূলই স্বীয় মাতৃভাষায় জাতির সামনে আল্লাহর পাঠানো হিদায়াত প্রচার করেছেন। মসজিদ মিম্বার থেকে মাতৃভাষায় খুতবার মাধ্যমে জনগণের সামনে ইসলামের আসল রূপ তুলে ধরার জন্য ইমামগণকে অনন্য ভূমিকা পালন করতে হবে। তিনি দেশীয় ও আন্তর্জাতিক মহল থেকে ইসলামের বিরুদ্ধে যাবতীয় ষড়যন্ত্র মোকাবিলায় আলেমগণকে সজাগ ভূমিকা পালনের আহবান জানান।