২৫শে জুন, শনিবার-০৫
ইমামগণ মুসলিম সমাজের কাছে সম্মানিত ব্যক্তিত্ব।
বাংলাদেশ মসজিদ মিশন
মুসলিম উম্মাহর বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্য বাদীরা যে গভীর ষড়যন্ত্রে লিপ্ত তা মিশরীয় ইমাম অপহরণ ঘটনাই প্রমান করে। এ ব্যাপারে ইটালী স্বয়ং সি, আই এর ১৩ গুপ্তচরের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। বুশ প্রশাসনের এহেন ঘৃন্য আচরনের জন্যে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন ও জেনারেল সেক্রেটারী মাওলানা খলিলুর রহমান আল- মাদানী।
নেতৃদ্বয় বলেন- ইমামগণ মুসলিম সমাজের কাছে সম্মানিত ব্যক্তিত্ব। তাদেরকে শ্রদ্ধা ও মান্য করেন। অথচ ইটালীর মিলানে মিশরীয় বংশোদ্ভুত ইমাম আবু ওমরকে সি,আই,এর গুপ্তচরেরা অপহরনের পরে আবার নির্যাতন করে। এটা মুসলিম উম্মাহর মনে আঘাত হেনেছে। এটা মুসলিম উম্মাহর ধ্বংসের জন্যে নীল নকসা বলে প্রমান করে।