কাটাবন আদর্শ ইয়াতিমখানা
ভিন্ন আঙ্গিকে, যুগপোযুগি, ভিন্নধর্মী, আধুনিক ও মানসম্মতভাবে গড়ে তোলা কাটাবন আদর্শ ইয়াতিমখানায় মনোরম পরিবেশে পিতৃহীন ইয়াতিম ছেলেদের মায়া, মমতা ও ভালোবাসা দিয়ে সার্বক্ষনিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমন্ডলী দ্বারা এবং মসজিদ মিশনের সেক্রেটারী জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানীর সরাসরি তত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। ইয়াতিম ছেলেদের পৃথকস্থানে থাকা, খাওয়া ও পড়ার মনোরম পরিবেশে পবিত্র কুরআন হিফজ করার পাশাপাশি বাংলাদেশ সরকারের মাদরাসা বোর্ড কর্তৃক সিলেবাসভূক্ত পাঠ্যবই প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেণী পযন্ত পড়ানোর পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ, বিতর্ক প্রশিক্ষণ, চিত্রাংকণ, ইসলামী সঙ্গীত শেখান হয়। প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে ইসলাম প্রিয় মানুষের অনুদানে পরিচালিত হচ্ছে।
আপনি আপনার যাকাত, ফেতরা, কুরবানী পশুর চামড়া এবং যেকোনো অনুদান বাংলাদেশ মসজিদ মিশন পরিচালিত কাটাবন আদর্শ ইয়াতিমখানায় প্রদান করতে পারেন।
সরাসরি যোগযোগ-
বাংলাদেশ মসজিদ মিশন, কাটাবন আদর্শ ইয়াতিমখানা, নিউ এলিফ্যান্ট রোড, কাটাবন, ঢাকা-1000।ফোন নং- 02 9668001, 02 9661424, 02 58617474
ব্যাংকের মাধ্যমেও প্রদান করতে পারেন
কাটাবন আদর্শ ইয়াতিমখানা, এম.এস.এ-12655 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ, এলিফ্যান্ট রোড শাখা, ঢাকা।