ঢাকা: বিশ্বব্যাপী পরিবার ব্যবস্থার উপর আসা চ্যালেঞ্জ এবং এর ফলে সৃষ্ট সামাজিক অস্থিরতা যখন মহামারী আকার ধারণ করছে, ঠিক সেই সময়েই বাংলাদেশের প্রেক্ষাপটে মুসলিম পারিবারিক আইনের বিভিন্ন দিক নিয়ে এক গুরুত্বপূর্ণ জাতীয় সেমিনারের আয়োজন করা হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে পারিবারিক অশান্তি ও বিশৃঙ্খলা নিরসনে ইসলামী বিধানের সঠিক চর্চার গুরুত্ব তুলে ধরতে এবং বর্তমান মুসলিম পারিবারিক আইনের কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক ধারাগুলো সংশোধনের অপরিহার্যতা নিয়ে আলোচনা করা হবে। 🗓️ সেমিনার ও আলোচনার মূল বিষয়বস্তু: এই সেমিনারে দেশের সংবিধানের কিছু ধারা যা পুরুষতান্ত্রিক সমাজে নারীদের প্রতি অবহেলা বা বিধর্মীদের চাপিয়ে দেওয়া আইন হিসেবে সমালোচিত, সেগুলোর দিকেও আলোকপাত করা হবে। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় স্কলাররা তাদের জ্ঞানগর্ভ আলোচনায় মুসলিম পারিবারিক আইনের কোন কোন বিষয়গুলো সরাসরি কুরআন ও সুন্নাহর সাথে সাংঘর্ষিক, তা বিস্তারিতভাবে তুলে ধরবেন। ইভেন্টের নাম: মুসলিম পারিবারিক আইন: প্রেক্ষিত বাংলাদেশ তারিখ: ২৪ নভেম্বর ২০২৫, সোমবার স্থান: জাতীয় জাদুঘরের প্রধান অডিটোরিয়াম, ঢাকা আয়োজনে: বাংলাদেশ মসজিদ মিশন 💻 অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন: সেমিনারে অংশগ্রহণ করতে ইচ্ছুক ডেলিগেটদেরকে অনুষ্ঠানস্থলে কিউআর কোড স্ক্যান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। বিশেষ আকর্ষণ: মা-বোনদের জন্য বসার সুব্যবস্থা থাকবে। বিদেশ থেকে অংশগ্রহণকারীদের জন্য জুম (Zoom) লিংকের মাধ্যমে যুক্ত হওয়ার ব্যবস্থা করা হয়েছে। আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও অংশগ্রহণ কামনা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামীনের কাছে এই উদ্যোগকে কবুল করার জন্য দোয়া চেয়েছেন।